আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসির ভাসাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আক্রান্ত ছয় জন। ঘটনায় জখম হয়েছেন দুই মোটর সাইকেল যাত্রী সহ টোটো চালক ও টোটোর তিনজন যাত্রী। আর এমন ঘটনার জেরে ক্ষোভে ফেটে পরেন স্থানীয়রা। আচমকায় তারা ভাসাপুরে ওভারব্রিজের দাবীতে আন্দোলন শুরু করেন। স্থানীয় বাসিন্দা সেখ জামালউদ্দিন ঝুলন দত্ত জানান, তাদের এখানে রাস্তা সরু হয়ে আছে। সকাল সাড়ে আটটার সময় একটি দূর্গাপুর গামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে। ফলে টোটটি দুটি মোটর সাইকেলকে ধাক্কা মেরে রাস্তার বেশ কিছুটা দুরে ছিটকে পরে যায়। ঘটনায় বেশ জখম হন টোটোর চালক ও যাত্রীরা। পাশাপাশি মোটর সাইকেলের চালক ও আরোহীরাও জখম হন। কারও হাত কারও পা ভেঙে যায়। কোমর মাথাতেও চোট পেয়েছেন বাইকের চালক ও আরোহীরা। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এরপরই ক্ষোভে ফেটে পরেন স্থানীয়রা। আচমকা একত্রিত হয়ে জাতীয় সড়কের পাশে আন্দোলন শুরু করেন। ওভারব্রিজের দাবীতে স্লোগান দিতে থাকেন। তাদের দাবী, জাতীয় সড়ক কতৃপক্ষ সহ সরকারি বিভিন্ন জায়গায় তারা ওভারব্রিজের জন্য আবেদন করেছেন। তাছাড়া আগেও বেশ কয়েকবার জাতীয় সড়কের পাশে আন্দোলনও করেছেন। সেই মতো সরকারী আধিকারিক সহ সড়ক কতৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। তবে তাদের দাবী এখনও পুরন করা হয়নি। এদিনের ঘটনায় তারা জাতীয় সড়ক কতৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন। স্থানীয় বাসিন্দা সেখ নজরুল, ওভারব্রিজ না করার জন্য নিত্য ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আজকে দুর্ঘটনা ঘটেছে। এর জন্য দায়ী জাতীয় সড়ক সম্প্রসারণ কোম্পানি। তারা সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আখেরে কোন লাভ হয়নি। কেউ তাদের বিষয়টি নজর দিয়ে দেখছেন না। এদিকে ঠিকা সংস্থা এখানে ওভারব্রিজ না করে কাজ ফেলে রেখেছে। যারজন্য নিত্যদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াদের। তবে ওভারব্রিজ না করলে যে তারা আন্দোলন চালিয়ে যাবেন তারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct