নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক। আর তারপরে ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে নামলেন বিডিও। ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার সাহাপুর সেতু মোড় সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হল পুরাতন মালদা ব্লক এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে। এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি ।
এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা রাজবংশী, সাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি সাহা দাস সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিরা। মঙ্গলবার প্রচার অভিযানে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন এবং এলাকার জনগণকে সচেতন করেন ।কিভাবে এই পতঙ্গবাহিত অর্থাৎ ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে পরামর্শ দেন। পাশাপাশি সাহাপুর সেতু মোড় এলাকার বিভিন্ন দোকানের বর্জ্য জল রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তার থেকে মশা, মাছির উপদ্রব হয়। অভিযুক্ত দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হুশিয়ারি দেওয়া হয় । পরবর্তীতে যেন এই দোকানের নোংরা জল রাস্তায় না ফেলা হয়। এদিনের প্রচার অভিযানে অংশগ্রহণ করে বিডিও সেজুতি পাল জানান, বর্ষা পড়তেই শুরু হয়েছে ডেঙ্গু প্রকোপ ।তাই এলাকার মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষকে সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct