নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নিট ইউজি নিট দুর্নীতি, ইউজি নেট পরিচালনার ব্যর্থতার মাঝে হঠাৎ পরীক্ষার একদিন আগে নিট পিজি স্থগিত করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। লজিস্টিক কারণ দেখিয়ে সিএসআইআর নেটও স্থগিত করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে সীমাহীন দুর্নীতি, শেষ মুহূর্তে এসে স্থগিত বা বাতিল হয়ে যাওয়ায় ব্যাপক মানসিক চাপ, আর্থিক ক্ষতি, জীবনের গুরুত্বপূর্ণ সময় অপচয়সহ আরও নানান সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। এসআইও সারা দেশজুড়ে এনটিএ-র ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন বা এসআইও। এসআইওর অভিযোগ, যখন তখন প্রশ্ন পত্র ফাঁস, পরীক্ষার নামে নানান কেলেঙ্কারি এবং শেষ মুহূর্তে এসে পরীক্ষা বাতিল করা এসব কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবিতে এসআইও পশ্চিমবঙ্গ কলেজ স্কোয়ারে এদিন প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই কর্মসূচি থেকে এসআইও অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক ইমরান হোসেন বলেন, প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার আগের মুহূর্তে বাতিল করে দেওয়ার ঘটনা শিক্ষার্থীদের জীবনকে উপহাসে পরিণত করেছে। তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন যে, পরীক্ষাগ্রহণ সংস্থা হিসেবে এনটিএকে সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং দুর্নীতির জাল ভাঙতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।” এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাইদ মামুন বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষাব্যবস্থাকে কেন্দ্রীভূত করার জন্য উঠে পড়ে লেগেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct