অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাড়ছে দিন দিন সাইবার ক্রাইম এর ঘটনা। প্রতারকদের হাত থেকে বাদ যাচ্ছে না প্রায় কেউই। স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক নাগরিক নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন।এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সচেতনতা মূলক প্রচারের। আর এই বিষয়টি কে মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার অন্তর্গত খাদিমপুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো সচেতনতা মূলক আলোচনা শিবির। সাইবার ক্রাইম এর পাশাপাশি বাল্যবিবাহ, নারী পাচার ইত্যাদি নানা বিষয়ের উপরে এদিন আলোকপাত করা হয় ডিএসপি রাহুল বর্মন সহ অন্যান্য পুলিশ অফিসার এর উপস্থিতিতে। এবিষয়ে ডিএসপি(ডিইবি) রাহুল বর্মন জানান, ‘দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে সাইবার ক্রাইম, পস্কো আইন ইত্যাদি নানা বিষয় নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে এই সচেতনতা শিবির করা হয়ে থাকে। মাঝে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য এই শিবির কিছুদিন বন্ধ ছিল। আবার আমরা এই শিবির শুরু করেছি। আগামী দিনেওএই শিবির চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct