নিজস্ব প্রতিবেদক, ক্যানিং, আপনজন: ক্যানিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা প্রায় ৪ টি দোকান পুড়ে ছারখার হল।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মাতলা নদী সংলগ্ন পুরাতান ডকঘাট এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন আচমকা আগুনের ফুলকি দেখতে পায় পথচলিত সাধারণ মানুষ। তারা চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয়।তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বালতি করে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি তারা ক্যানিং থানার পুলিশ ও দমকল কে খবর দেয়।খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ও দমকলের একটি ইঞ্জিন।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা।প্রায় ঘন্টাখানেক সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রায় চারটি দোকান পুড়ে যায়।তবে ঠিক কিভাবে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ও দমকল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct