আপনজন ডেস্ক: সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা ‘সাহারাশ্রী’ সুব্রত রায় দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সাহারা ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে সাহারা ইন্ডিয়া পরিবারের ম্যানেজিং ওয়ার্কার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।বলা হয়, সাহারাশ্রীজি একজন অনুপ্রেরণামূলক নেতা এবং দূরদর্শী ছিলেন, যিনি মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি, হাইপারটেনশন এবং ডায়াবেটিস থেকে উদ্ভূত জটিলতার সাথে দীর্ঘ লড়াইয়ের পরে কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্টের কারণে ১৪ নভেম্বর রাত সাড়ে দশটায় মারা যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১২ নভেম্বর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে (কেডিএএইচ) ভর্তি হন তিনি। তার এই ক্ষতি সমগ্র সাহারা ইন্ডিয়া পরিবার গভীরভাবে অনুভব করবে। সাহারাশ্রীজি ছিলেন একজন পথপ্রদর্শক শক্তি, পরামর্শদাতা এবং সকলের জন্য অনুপ্রেরণার উৎস।যারা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।শেষকৃত্য এ বিষয়ে বিস্তারিত জানানো হবে যথাসময়ে। এতে আরও বলা হয়, সাহারা ইন্ডিয়া পরিবার রায়ের উত্তরাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংস্থাটি পরিচালনায় তাঁর দৃষ্টিভঙ্গিকে সম্মান করা অব্যাহত রাখবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct