মনিরুজ্জামান, বসিরহাট, আপনজন: দুর্গাপুজোর পর ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর রাজ্যের প্রতিটি জেলায় এই বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলায় ৮২টি বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হতে চলেছে। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলার বসিরহাট -২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। তাতে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সরোজ ব্যানার্জি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রকল্প চালু আছে তা বিরল। এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে সারা বছর তৃণমূল কংগ্রেস কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে যাবে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বসিরহাটের মাটি সম্প্রীতির ঘাঁটি। এখানে সর্বধর্ম সমন্বয়ের যে মেলবন্ধন স্থাপিত আছে তা কোনভাবেই বিজেপি ভাঙতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে যে বিজয়ী সম্মিলনী করছেন তৃণমূল কর্মীরা সেটা অন্য কোথাও দেখা যায় না। ঐক্যবদ্ধ প্রচেষ্টার পরবর্তী লক্ষ্য সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা যে ঝাঁপিয়ে পড়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তৃণমূল স্তরে নেমে সাধারণ মানুষের পরিষেবা প্রদানে জনপ্রতিনিধিরা দায়বদ্ধ বলে তিনি জানান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এটিএম আবদুল্লাহ, কৌশিক বাবু, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মিহির ঘোষ, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরজক বিশ্বাস,ফারা দিবা,সমীর বাছার, রুপা ঘোষ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct