আপনজন ডেস্ক: জোড়া হলুদ কার্ডের খড়গে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে পর্তুগালের আগের ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই এবার জোড়া গোল পেলেন সিআরসেভেন। শুক্রবার পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে রোনাল্ডোর নৈপুণ্যে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারায় স্বাগতিক পর্তুগাল। আর এই জয়ে ইউরোর মূল পর্বে জায়গা করে নেয় রবার্তো মার্টিনেজের দল।ঘরের মাঠে ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোলটি করেন গনসালো রামোস। ২৯তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৬৯তম মিনিটে ব্যবধান কমান স্লোভাক ডিফেন্ডার ডেভিড হ্যানকো। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন রোনাল্ডো। ৮০তম মিনিটে আবারো ব্যবধান কমায় স্লোভাকিয়া। যদিও মিডফিল্ডার স্ট্যানিসলাভ লবোটকার গোলে ড্রয়ের আশা জাগিয়েও ব্যর্থ হয় সফরকারীরা।ইউরো বাছাইয়ের ‘জে’ গ্রুপে ৭ ম্যাচে শতভাগ জয়ে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে ৩ ম্যাচ বাকি থাকতেই মূল পর্বের টিকিট নিশ্চিত করলো রোনাল্ডোর পর্তুগাল। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজ সুপারস্টার লিখেন, ‘আমরা ইউরো ২০২৪ এ আছি। পর্তুগালকে আরেকটি দুর্দান্ত প্রতিযোগিতার মূল পর্বে যেতে সাহায্য করতে পেরে খুব আনন্দিত আমি।’পর্তুগালের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার জন্য ম্যাচ শুরুর আগে রোনাল্ডোর হাতে একটি পুরস্কার তুলে দেয়া হয়। গত জুনে প্রথম খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করেন রন। ক্রিস্টিয়ানো লিখেন, ‘আমাকে সুন্দর উপহার দেয়ার জন্য পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের বিশেষ ধন্যবাদ।’রোনাল্ডোর প্রশংসা করে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘দুর্দান্ত সময় পার করছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে তার অনেক অভিজ্ঞতা। তরুণদের জন্য অনুপ্রেরণা সে।’আগামী ১৬ই অক্টোবর রাতে ইউরো বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে রোনাল্ডোদের পর্তুগাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct