নাজিম আক্তার, রতুয়া: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের।গ্রামে কফিন বন্দি দেহ পৌঁছাতেই আর্থিক সহযোগিতার দাবিতে ঠিকাদারের বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃত শ্রমিকের পরিবার-পরিজনরা।ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটা নাগাদ মালদহের রতুয়া-২ নং ব্লকের আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বেতাহা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই গ্রাম পঞ্চায়েতের একবর্না-খুটাহা গ্রামের বাসিন্দা ঈসা সবজি(৩৫)প্রায় দুই মাস পূর্বে পার্শ্ববর্তী গ্রামের ঠিকাদার রাজেশ সবজি র মারফতে গুজরাটের রাজকোটে কাজ করতে যায়।চলতি মাসের ৯ তারিখে কাজ চলাকালীন টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয় ঈশা জবজির বলে খবর আসে পরিবারে।মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতার কথা দিয়েছিলেন ঠিকাদার।দেহ গ্রামে পৌঁছাতেই আর্থিক সহযোগিতার কথা সরকারি অস্বীকার করেন ঠিকাদার বলে অভিযোগ।এতেই ক্ষিপ্ত হয়ে রাতেই মৃতের পরিবার সহ গ্রামবাসীরা দেহ নিয়ে পৌঁছে যায় পশ্চিম বেতাহা গ্রামে ঠিকাদারের বাড়িতে।আর্থিক সহযোগিতারদাবিতে চলতে থাকে বিক্ষোভ।খবর পেয়ে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ। ঠিকাদারের সঙ্গে কথা বলে মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন পুলিশ।পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন মৃতের পরিবার।স্ত্রী মর্জিনা খাতুন জানান,তাদের তিন নাবিলা কন্যা সন্তান রয়েছে। পরিবারের মুখে দুমুঠো ভাত জোগাড়ের আশায় তার স্বামী ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল।
এখন কি করে চলবে পরিবার এই চিন্তায় স্ত্রীর মাথায় ঘুরছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct