মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জেলার জয়নগর থানার অন্তর্গত জয়নগর এক নম্বর ব্লকে শ্রীপুর গ্ৰামপঞ্চয়েত অধীনে, উওরপাড়া আবাদ ও হরিনারায়নপুর গ্ৰাম পঞ্চায়েত রায়নগর গ্ৰামের সংযোগ স্থলে একটি খাল প্রবাহিত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় দীর্ঘ ১০০বছর আগে থেকে গ্ৰামবাসীদের সহযোগিতায় প্রথমে একটি বাঁশের সাঁকো বানানো হয়।এই ভাবে বেশ কয়েক বছর চলতে থাকে ,গ্ৰামবাসীরা বিভিন্ন দপ্তরে জানানোর পর গত তিন বছর আগে একটি কাঠের সাঁকো তৈরির করা হয়। বর্তমানে একবছর না যেতে যেতেই কাঠের সেতু জরাজীর্ণ বেহাল দশা।আর জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত এলাকাবাসী ও স্কুলের পড়ুয়াদের। ভগ্নদশা প্রায় কাঠের সেতুটি। এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে। সাঁকো পারাপার করতে গিয়ে আকছার ঘটছে দুর্ঘটনা । দুই টি গ্ৰামে বাসিন্দাদের যাতাযাতের,পথ এই সাঁকো। সাঁকো পারাপার করতে গিয়ে হাত পা ভেঙ্গেছে অনেকের। বারবার স্থানীয় প্রশাসনকে সমস্যা কথা জানিয়ে ও কোন ও সুরাহা হয়নি। “ভোট যায় ভোট আসে “প্রতিশ্রুতি চিএ এক ই থাকে ।তাই এই সাঁকো দিয়েই পারাপার করা ছাড়া আর কোন উপায় নেই।পারাপার হতে গিয়ে অনেকেই খালের জলে পড়ে যান। সাঁকো পারাপারে রীতিমতো আতঙ্কে গ্ৰামবাসীরা। আর ওই কাঠের সেতুটি এখন মরণ ফাঁদ এলাকাবাসীর। আর এমনই চিত্র দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লকে হরিনারায়নপুর গ্ৰামপঞ্চয়েত রায়নগর গ্ৰামের ও শ্রীপুর গ্ৰাম পঞ্চায়েত উওরপাড়া আবাদ মধ্যস্থ খালের উপর কাঠের সাঁকোটি। আর মৃত্যুকে সঙ্গী করে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। ঝুঁকির যাতায়াত স্কুলের পড়ুয়াদেরও। আর দীর্ঘদিন সংস্কারের অভাবে ভগ্নদশা প্রায় ওই কাঠের সেতুটির । আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। জয়নগর এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বলেন, আমাদের নজরে আছে। প্রভোজাল দেওয়া আছে ,এবার টাকা বরাদ্দ হলে আমরা কাঠের সাঁকোটি যত তাড়াতাড়ি সম্ভব মেরামতির কাজ শুরু করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct