আপনজন ডেস্ক: ছত্তিশগড়ের ক্ষমতাসীন কংগ্রেস দল আগামী ২ অক্টোবর রাজ্যের ৯০টি আসনে ‘ভরোসে কি যাত্রা’র আয়োজন করবে। ভুপেশ বাঘেল সরকার কর্তৃক সাম্প্রতিক সপ্তাহগুলিতে কয়েকটি জেলায় “ভরোসে কা সম্মেলন” নামে আয়োজিত জনসভাগুলি ধারাবাহিকভাবে দেখা যাবে। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আগে একদিনের জন্য ‘ভরোসে কি যাত্রা’ হবে কংগ্রেসের প্রথম রাজনৈতিক যাত্রা। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কুমারী সেলজা, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তাঁর মন্ত্রিসভার সহকর্মী এবং দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে দলের সিনিয়র নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেলজা বলেন, আসন্ন নির্বাচনে দলটি এবার মহিলাদের আরও বেশি টিকিট দেবে।মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মন্ত্রী, বিধায়ক, দলীয় নেতা, ক্যাডার এবং পদাধিকারীরা গান্ধি জয়ন্তীতে নিজ নিজ নির্বাচনী এলাকায় এই যাত্রায় অংশ নেবেন।
গত সাড়ে চার বছরে ভূপেশ বাঘেল সরকারের সাফল্য এবং মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের ‘ব্যর্থতা’ জনগণের কাছে তুলে ধরবে কংগ্রেস। কংগ্রেস নেতারা জানিয়েছেন যে প্রতিটি নির্বাচনী এলাকায় ২০০ থেকে এক হাজার মোটরবাইকে করে যাত্রা বের করা হবে। কংগ্রেসের প্রস্তাবিত কর্মসূচির সমালোচনা করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি অরুণ সাও বলেন, বিজেপির চলমান পরিবর্তন যাত্রা (পরিবর্তনের যাত্রা) জনগণের কাছ থেকে যে সাড়া পাচ্ছে তাতে কংগ্রেস দল কাঁপছে। তাই তারা এই ধরনের যাত্রা করতে বাধ্য হচ্ছে। বিরোধী দল বিজেপি দুটি ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে এবং উভয়ই ২৮ সেপ্টেম্বর বিলাসপুরে শেষ হবে। বিরোধীদের দাবি, গত মাসে ঘোষিত প্রার্থীদের প্রথম তালিকা নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতি এগিয়ে রয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের সেলজা বলেন, বিজেপির আমাদের নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। উপযুক্ত সময়ে কংগ্রেসের তালিকা ঘোষণা করা হবে। বিজেপির কোনও নেতা বা নীতি নেই এবং তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য কেবল জুমলেবাজি নিয়ে কাজ করে।
এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ৪ অক্টোবর উত্তর বস্তারের কাঙ্কের সফর করবেন এবং ২৫ সেপ্টেম্বর বিলাসপুরে আরেকটি ‘ভরোসে কা সম্মেলন’ অনুষ্ঠানে যোগ দিতে রাহুল গান্ধীর সফর ের কথা রয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ২৮ সেপ্টেম্বর বালোদা বাজার জেলায় থাকবেন।
৯০ সদস্যের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেসের ৭১ জন বিধায়ক রয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct