সাদ্দাম হোসেন মিদ্দে, ক্যানিং, আপনজন: ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন মোক্তার শেখ। বৃহস্পতিবার আলিপুরের জেলা পরিষদ ভবনে তিনি বন ও ভূমি স্থায়ী সমিতির দ্বায়িত্ব পান। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে জেলা পরিষদের ৪ টি আসন রয়েছে। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে বাকি ৩ টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। কিন্তু মোক্তার শেখের আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজেপি প্রার্থীকে হারিয়ে তিনি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেন।জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার আগে মোক্তার শেখ ক্যানিং ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেন। এবারই প্রথম তিনি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct