আপনজন ডেস্ক: গিলের বিদায়ের পর শারদুল ঠাকুরকে সঙ্গে নিয়ে ২৮ বলে ৪০ রানের জুটি গড়েন অক্ষর প্যাটেল। শেষ দুই ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৭ রানের। ম্যাচের ৪৯তম ওভারে শারদুলকে মিরাজের ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে চার মারেন অক্ষর। চতুর্থ বলে ৪২ করা অক্ষরকে জুনিয়র তামিমের ক্যাচে পরিণত করেন বাংলাদেশের এই পেসার। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ ওভারে ভারতের প্রয়োজন পরে ১২ রানের। তানজিম সাকিবের করা শেষ ওভারের চতুর্থ বলে শামি রান আউট হলে ৬ রানের জয় পায় বাংলাদেশ। গিলের ব্যাটে স্বপ্ন দেখছিল ভারত। দেখাটা স্বাভাবিক। সেঞ্চুরির পর ভয়ঙ্কর হয়ে উঠছিলেন এই ব্যাটসম্যান। অবশেষে তাকে থামানো গেল। শেখ মাহেদির বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন তিনি। ৮টি চার ও ৫ ছক্কায় ১৩৩ বলে ১২১ রান করে যান তিনি। ঠাণ্ডা মাথায় খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। ১১৭ বলে ৬টি চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।অবশেষে উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান। তার করা বলে রবীন্দ্র জাদেজার মিডেল স্ট্যাম্প উড়ে যায়। জাদেজা ১২ বলে ৭ রান করেন।সূর্যকুমারকে ফিরিয়ে শক্তিশালী হয়ে ওঠার জুটি ভাঙলেন সাকিব। দলীয় ১৩৯ রানের মাথায় তার বলে বোল্ড হয়ে যান সূর্যকুমার যাদব। ৩৪ বলে ৩ চারে ২৬ রান করে যান তিনি।এর আগে ২৬৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিম হাসান সাকিব শুরতেই রোহিত শর্মা ও তিলক ভর্মাকে ফিরিয়ে দিয়েছেন। শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে কেএল রাহুল ও সুভমান গিল ৫৭ রানের জুটি গড়েন। ৭৪ রানে রাহুলকে ক্যাচে পরিনত করে বাংলাদেশকে তৃতীয় সফলতা এনেদেন শেখ মেহেদি। এরপর ঈশান কৃষাণকে ফেরত পাঠিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখেন মেহেদি হাসান মিরাজ। এদের জোড়া আঘাতে ৯৪ রানে চার উইকেট হারায় ভারত।ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct