দেবাশীষ পাল, মালদা, আপনজন: উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু। বিগত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন করেননি তিনি এমনকি তাকে দেখাও যায়নি। তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চাই। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন হবিবপুর ব্লকের আইহো এলাকায়।দলীয় প্রার্থীর সমর্থনে প্রথমে আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার। সোমবার সাত সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।এই প্রচারে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। সর্বক্ষেত্রেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে এগিয়ে রেখেছেন।উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন কেন্দ্রে বিগত পাঁচ বছর সাংসদ থাকা খগেন মুর্মুকেও এক হাত নেন।প্রার্থী বলেন আমরা বলছি কম, শুনছি বেশি। বিদায়ী সাংসদ কি কাজ করছেন তা সাধারণ মানুষের কাছে জানতে চাইছি। কিন্তু এখনও পর্যন্ত কেউ বিদায়ী সাংসদের কাজের ব্যাপারে কিছুই বলতে পারছেন না। এই পাঁচ বছর সংসদকে খুঁজে পাওয়া যায়নি। মানুষ তার জবাব দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct