নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: রবিবার বিকাল ৪ টায় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে আসন্ন সাধারণ লোকসভা নির্বাচন নিয়ে জেলার সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক তানভীর আফজল। তিনি বলেন, তমলুক, কাঁথি, ঘাটাল ও মেদিনীপুর এই চারটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নমিনেশনের তারিখ ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত। মনোনয়ন প্রার্থীদের যাচাই বা বাছাইয়ের শেষ তারিখ ৭ মে এবং প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে। ভোট গ্রহণ এর তারিখ ২৫ মে। গত ২২ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী তমলুক লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা পুরুষ-৯ লক্ষ ৪৬ হাজার ৫২০ জন,এবং মহিলা ভোটার ৯ লক্ষ ১ হাজার ৩৯৩ জন এবং তৃতীয় লিঙ্গ ২৯ জন।সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৪৭ হাজার ৯৫২ জন। অপর দিকে কাঁথি লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের সংখা ৯ লক্ষ ২১ হাজার ১৫৪ জন,মহিলা ভোটারের সংখা ৮ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন এবং তৃতীয় লিঙ্গ ১৩ জন ভোটার। সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯৫ হাজার ৭১৩ জন। ১৮-১৯ বছর বয়সী তরুণ তরুণী নির্বাচকদের তালিকাভুক্ত ভোটার সংখ্যা তমলুক লোকসভা কেন্দ্রে ৫৬ হাজার ৯৯৮ জন। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৩ হাজার ৫৬২ জন। সাংবাদিক বৈঠকে জেলাশাসক আরও জানান ভোট কেন্দ্রে ভোটার কার্ড নিয়ে যেতে হবে। অথবা আধার কার্ড, প্যান কার্ড,ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সেভিংস বই, ১০০ দিনের জব কার্ড ইত্যাদি নিয়ে যেতে পারবেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) সৌভিক চট্টোপাধ্যায়,অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক দিব্যা মেরুগেশন,অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বৈভব চৌধুরী ও জেলা তথ্য সংস্কৃতিক আধিকারিক মহুয়া মল্লিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct