আপনজন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের দুটি স্টেডিয়ামে দুই রকম আয়োজন। আয়োজক অবশ্য একটি ক্লাবই—আল হিলাল।প্রায় ৬৯ হাজার ধারণক্ষমতার কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শুধু রিয়াদের নয়; দেশটির বৃহত্তম ক্রীড়া ভেন্যু। এই স্টেডিয়ামের একটা ডাকনামও আছে—মুক্তা! কিং ফাহাদের ছেলে প্রিন্স ফয়সাল বিন ফাহাদের নামে কয়েক কিলোমিটার দূরে নির্মিত স্টেডিয়াম এতটা বড় নয়। এর ধারণক্ষমতা সাড়ে ২২ হাজার। তবে অপেক্ষাকৃত ছোট এই মাঠেই হয়েছে সৌদি প্রো লিগের ম্যাচ।তার আগে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি ‘মুক্তা’কে বরণ করে নিয়েছে আল হিলাল। বর্ণিল আলোকচ্ছটা আর আলো–আঁধারির মায়াবি খেলায় নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। আল হিলাল সমর্থকদের ভালোবাসায় নেইমার সিক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচ। সেই ম্যাচ দেখতে ছেলেকে নিয়ে ভিআইপি বক্সে হাজির নেইমার। কিন্তু তাঁকে পেয়েও যেন না পাওয়ার অনুভূতি নিয়ে খেলতে হয়েছে নতুন সতীর্থদের। সশরীরে হাজির হয়ে নেইমার নিজেদের ‘হিলালি’ ঘোষণা দেওয়ার রাতে সতীর্থরা তাঁকে জয় উপহার দিতে পারেননি। আল ফেইহার বিপক্ষে ম্যাচটা ১–১ গোলে ড্র করেছে আল হিলাল।আল হিলালকে রুখে দিয়েছে আল ফেইহা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct