আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে নিজেদের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। চলতি বছরের শুরু দিকে রোজ ফেরেইরা নামের ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করে সংস্থাটি। রোজ ফেরেইরা অসুস্থতার ছুটি নিয়েছিলেন। ছুটিতে থাকা অবস্থায় তাকে চাকরিচ্যুত করে নাসা।
জানা যায়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর ট্রাম্প প্রশাসনের চাপে নাসা তাদের বিভিন্ন উদ্যোগ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এর মধ্যে ছিল নারী ও সংখ্যালঘুদের অবদান তুলে ধরার ওয়েব পৃষ্ঠা এবং এ সংশ্লিষ্ট সংস্থাগুলো সরিয়ে ফেলা। আর এ কাজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল ফেরেইরা। ফেরেইরা যখন নাসার ওয়েবসাইট থেকে তার প্রফাইল অপসারণের সংবাদ পান তিনি তখন গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন।
বিষয়টি তখন তাকে মানসিকভাবে মারাত্মক আঘাত করেছিল। যদিও জনসাধারণের প্রতিবাদের পর বহিষ্কার আদেশ তোলে নিয়েছিল নাসা। তবু সংস্থাটিতে ফেরেইরার চাকরির বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে চিকিৎসা ছুটি থেকে ফিরে আসার কয়েক দিন পরেই ২০২৫ সালের শুরুর দিকে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করে নাসা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct