আপনজন ডেস্ক: জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ত্রাণ প্রবাহের সুবিধার্থে গাজায় যে সামরিক ‘বিরতি’ ঘোষণা করেছিল তা অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের ওপর কোনো প্রভাব ফেলেনি।
ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেন, ‘কৌশলগত বিরতির একতরফা ঘোষণা’র পর থেকে সামগ্রিকভাবে জাতিসংঘ ত্রাণ সরবরাহে কোনো প্রভাব দেখেনি। তিনি আরো বলেন, ‘এটাই সামগ্রিক মূল্যায়ন।’
ইসরায়েলি সামরিক বাহিনী সপ্তাহান্তে রাফা শহরে একটি গুরুত্বপূর্ণ সড়কে লড়াইয়ের ক্ষেত্রে দৈনিক মানবিক ‘বিরতি’ ঘোষণা করেছিল।
কিন্তু জাতিসংঘের একজন মুখপাত্র কয়েক দিন পর বললেন, ঘোষণার পরও সহায়তার আশায় থাকা মানুষের কাছে ত্রাণ পৌঁছনো বৃদ্ধি পায়নি।
ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার কারণে আট মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় যুদ্ধ চলছে। এতে ফিলিস্তিনি ভূখণ্ডে ভয়াবহ মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জাতিসংঘ বারবার দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় এক হাজার ১৯৪ জন নিহত হয়েছে। পাশাপাশি যোদ্ধারা অনেককে জিম্মিও করেছে, যাদের মধ্যে ১১৬ জন এখনো গাজায় রয়েছে। তবে সেনাবাহিনী ৪১ জন জিম্মির মৃত্যুর কথা জানিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৩৭ হাজার ৪৩১ জন নিহত হয়েছে বলে হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দুই পক্ষের নিহতদের অধিকাংশই বেসামরিক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct