আপনজন ডেস্ক: ইউএস মাস্টার্স টি-টেন লিগে দলের মালিকানা কিনেছেন আমেরিকান তিন ক্রীড়া তারকা। এনএফএলের দল নিউ ইয়র্ক জায়ান্টসের তারকা ক্যাভন থিবোডেউএক্স কিনেছেন দ্য নিউ ইয়র্ক ওয়ারিয়র্সের মালিকানা।এ ছাড়া ডালাস ম্যাভেরিকসের মালিকানায় আছেন এনবিএ তারকা ম্যাক্সি ক্লেবার। মেজর লিগ বেসবল তারকা মিকি মোনিয়াক কিনেছেন মরিসভিল ইউনিটির মালিকানা।দলের মালিকানা কিনে থিবোডেউএক্স বলেন, ‘নিউ ইয়র্ক ওয়ারিয়র্স পরিবারে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করি, ইউএস মাস্টার্স টি-টেনের প্রথম আসরের চ্যাম্পিয়ন হবে তারা।’তিনি আরও যোগ করেন, ‘ধীরে ধীরে ক্রিকেটের চাহিদা বাড়ছে। টি-টেন ফরম্যাট আমেরিকান স্পোর্টসের জন্য দারুণ কিছু।’মরিসভিলি ইউনিটির মালিকানা কেনা ক্লেবার বলেন, ‘ক্রিকেট একটা দারুন খেলা। ইউএস মাস্টার্সে অনেক তারকা ক্রিকেটাররা খেলবেন। বিশ্বজুড়ে খেলা দেখানো হবে। এটা প্রমাণ করে ক্রিকেট একটা বৈশ্বিক খেলা।’ইউএস মাস্টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিতেশ প্যাটেল জানান, ‘এটা দারুণ ব্যাপার বড় তারকারা দল কিনেছেন। তারা ইউএস মাস্টার্সকে অন্য উচ্চতায় তুলতে বড় ভূমিকা রাখবে।’ইউএস মাস্টার্স টি-টেন লিগের প্রথম আসরের পর্দা উঠবে আগামী ১৮ আগস্ট। এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ আগস্ট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct