সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: ভগবানগোলা ২ ব্লকের সরলপুর অঞ্চলে তৃণমূলের প্রস্তাবিত সদস্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূলের অন্য এক সদস্যা প্রধান নির্বাচিত হলেন কংগ্রেস সদস্যদের সমর্থনে। ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল। ভগবানগোলা ২ ব্লকের সরলপুর পঞ্চায়েতে প্রধান নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নাম প্রস্তাব করেছিল তৃণমূল। কিন্তু তারই প্রতিপক্ষে গিয়ে তৃণমূলের এক সদস্যা কংগ্রেসের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত হলেন। সরলপুর অঞ্চলে মোট আসন ২৬ টি। তার মধ্যে ১৪ টি আসন তৃণমূল, ১১ টি কংগ্রেস, ১টি সিপিআইএম জয়লাভ করে। তৃণমূল একা বোর্ড গঠন করতে চাইলেও কংগ্রেসের ১১ জন সদস্যের সমর্থন নিয়ে সরলপুর পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হনসদস্যা হাসিনা বিবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct