আপনজন ডেস্ক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন এই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভিন আহমেদ আলম। শুক্রবার অলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওয়াহাব কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ছয় মাসের জন্য বা রেজিস্ট্রার পদটি স্থায়ী ভিত্তিতে পূরণ না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ড. পারভিন আহমেদ আলম রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে সৈয়দ নুরুস সালাম চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রার পদ থেকে অবসর গ্রহণ করেন, এরপর এই দায়িত্ব পান আসফাক আলি। কিন্তু স্থায়ী পদে নিয়োগ না হওয়ায় নিয়ম অনুযায়ী ছ’মাসের নির্দিষ্ট সময়কাল শেষে আসফাক আলীর স্থানে নতুন দায়িত্ব পেলেন পারভীন। স্থায়ী উপাচার্যহীন আলিয়া বিশ্ববিদ্যালয় গত ফেব্রুয়ারি মাস থেকে স্থায়ী রেজিস্ট্রারহীন, যে কারণে শিক্ষা মহল থেকে প্রশ্ন উঠছে, আর কতদিন এভাবে চলবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং পরিকাঠামোর মান উন্নয়নে উপাচার্য থেকে রেজিস্ট্রার স্থায়ী ভিত্তিতে কবে নিয়োগ হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষানুরাগীরা। অনেকে অবশ্য সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার পদে দায়িত্ব পাওয়া ড. পারভিন আহমেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে ন্যাক আমাদের পাখির চোখ, আগামী নভেম্বর মাসে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার কথা রয়েছে। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার নজর থাকবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct