বাবলু প্রামানিক, নামখানা, আপনজন: বৃহস্পতিবারসকালে পূর্ণিমার কোটালে জোয়ারের সময় বড় ধ্বস দেখা দেয়। ফাটল দিয়ে জল ঢুকতে শুরু করে, এর ফলে আতঙ্কিত গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে ফ্রেজারগঞ্জের পূর্ব বিজয়বাটি এলাকার কয়েকশো মিটার নদী বাঁধ বেহাল দশায় পড়েছিল। বর্তমানে ঢালাই রাস্তার নিচের মাটি টেনে নিয়ে গেল নদী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। রাতের জোয়ারে পুরো বাঁধটি ভেঙে গিয়ে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ঘর ছেড়ে ফ্ল্যাট সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে এলাকার মানুষজন। বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি নদী বাঁধের দাবি এলাকাবাসীর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct