আজিম শেখ, বীরভূম, আপনজন: দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ছেড়ে দিলেও গাড়ির চালকের জামিন মঞ্জুর না হওয়ায় রবিবার বাস ধর্মঘটে সামিল হন বাস কর্মীরা। জন্য যায় যে,গত এক মাস আগে রঘুনাথগঞ্জ- সিউড়ি ভায়া মুরারই লাইনের একটি বেসরকারি বাস দূর্ঘটনার কবলে পড়ে।অর্থাৎ বাসটি মুরারই থেকে ফেরার পথে মুরারইয়ের পরে গুসকরা স্টপজের কাছে একটি বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে।সেদিন ঘটনাস্থল থেকে মুরারই থানার পুলিশ বাসটিকে আটক করেন।কিন্তু বাসের চালক পালিয়ে যায়। এরপর গত পাঁচ দিন আগেই বাসের চালক নিজেই গিয়ে আত্মসমর্পণ করে। পরবর্তীকালে আত্মসমর্পণকারী বাস চালকের সমর্থকরা জানতে পারেন যে বাস টিকে ছেড়ে দেওয়া হয়েছে। অথচ বাসের চালককে ছাড়া হয় নি। এনিয়ে বাস শ্রমিকদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।সেই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে রামপুরহাট বেসরকারি বাস স্টপেজের সকল ড্রাইভার মিলে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। চালকদের পক্ষ থেকে। রামপুরহাট শাখা সিটু বাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জামশেদ আলী এবং আইএনটিইউসি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হেমন্ত মন্ডলরা একান্ত সাক্ষাৎকারে বলেন- ৩০৪ ধারা প্রয়োগ করে সোনা বাসের চালককে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। গাড়িটি জামিন পেলেও চালক জামিন পাইনি। তার জন্যই মূলত বাসের চালক ও খালাসিদের নিয়ে আজকের ধর্মঘট। যদিও অনেক বাস মালিক নিজেরা রাস্তায় বাস বের করেছেন। আমরা বাধা দিইনি তবে আমাদের ইউনিয়নের কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct