সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য বড় সতর্কবার্তা না এলেও ঘূর্ণিঝড় মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না, রাজ্য ও জেলা প্রশাসন, শুক্রবার রাতের মধ্যেই আরও শক্তি সঞ্চয় করবে ঘূর্ণিঝড়। রাতের মধ্যেই মোকা মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহবিদদের ভাষায়, যা ‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ নামে পরিচিত, পূর্বমেদিনীপুর উপকূল বর্তী জেলা, তাই এনডি আর এফ, আপাদমিত্র সিভিল ডিফেন্স সহ একাধিক বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন রয়েছে হলদিয়া দীঘা কোস্টালে, হলদিয়া কোস্টালে চলছে মাইকিং নদীর তীরবর্তী এলাকায়, বালুঘাটা, কুঁকড়া হাঁটি, এরিয়াখালী, বেগুনা বেড়িয়া, পার্বতীপুর, হোড়খালী, শালুক খালী সহ বিভিন্ন এলাকায়, এন ডি আর এফ ব্যাটেলিয়ান ২ এর ইন্সপেক্টর জিতেন্দ্র সিং যাদব বলেন হলদিয়া কোস্টালের বন্যা প্রবন এলাকায় এই ক্যাম্পেনিং চলবে, আটি টিমে বিভক্ত হয়ে এনডিআরএফ টিম কাজ করছে, হলদিয়া সাব ডিভিশনের বিপর্যয় বিভাগের আধিকারিক বলেন, সাব ডিভিশনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স, আপাদমিত্র রেসকিউ টিম মতায়েন রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার জন্য তেমন কোনও সতর্কতা জারি করা হচ্ছে না। শুধু মাত্র, রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা- হলদিয়া কুঁকড়াহাটি রামনগর সহ রাজ্যের বেশ কিছু এলাকায় ঝড় মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মোকা ঝড় উত্তর- উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রাতের মধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে মোকা। ১৩ তারিখ সমুদ্রেই থাকবে ঝড়। সেই সময়ই মোকার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ২১০ কিমি। শুক্রবার রাতে শক্তি বাড়িয়ে মারাত্মক চেহারা নিলেও রবিবার দুপুরে স্থলভাগে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়তে পারে। ওই সময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০থেকে ১৬০কিমি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct