আপনজন: জনসংযোগ যাত্রার তৃতীয় দিনে আলিপুর দুয়ারে জন জোয়ার কর্মসূচিতে তৃণমূল সাংসদ অভিষেক। বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষ যার সাথে থাকবে দল ও তারা সাথে থাকবে। ধর্ম বাড়িতে। ভোট দেবো নিজের অধিকারের সার্থে। নির্বাচিত প্রতিনিধি রা যাতে কাজ করতে পারে আগামী পাঁচ বছর সেটাই নিশ্চিত করতে আমি এসেছি আলিপুর দুয়ার। আমার এই জন জোয়ার কর্মসূচি অভিষেক বিরোধীদের ও তীব্র আক্রমণ করেন। তার সাথে মানুষ কে তার পাশে থাকার বার্তা দেন বলেন যে আমি রাস্তায় আছেন আপনারাও থাকুন। নিজের অধিকারের কথা মাথায় রেখে আপনারা ভোট দিন। বিজেপি গতবারের মতো এবারও বিভাজনের রাজনীতি খেলবে। আপনারা সাবধান হন। আলিপুর দুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি নিয়ে বিরোধীরা আলাদা রাজ্য করতে চাই। আপনারা অধিকার পাবেন ত?অভিষেক এদিন এর সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন যে বিজেপি কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা একই কাজ। মূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো মনে রাখবেন। ওরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। সারা দেশে কি উন্মাদনা দেখতেই পাচ্ছেন। ওরা একশো দিনের কাজের টাকা দেয়নি। আপনার বাড়ির টাকা মোদী সরকার আটকে রখেছে। তাই আমি বলবো আপনারা এই পঞ্চায়েত ভোটে আমাদের কে ভোট দিন। মানুষের সাথে যে বঞ্জনা করা হচ্ছে তবেই আমরা লড়তে পারবে আর বিরুদ্ধে। আপনাদেরও বুঝতে হবে, ২০১৯-র নির্বাচনে আলিপুরদুয়ারে আমরা আশানুরূপ ফল করিনি। আমরা লোকসভায় হেরেছি। লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি খুঁজে পাননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct