সজিবুল ইসলাম, জলঙ্গি, আপনজন: মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া জলঙ্গি ব্লকের ঘোষপাড়া অঞ্চল তবে তা সীমান্ত ও পদ্মা নদীর তীরে অবস্থিত। বর্ষার সময় বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পদ্মা নদীর জল ঢুকে। আর সেই সব সমস্যার কথা মাথায় রেখে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি ব্রিজের কাজ শুরু করেন বিধায়কের উপস্থিতে ফিতে কেটে সেই ব্রিজের কাজের শুভ সূচনা হলো শুক্রবার সকালে। ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক রাজদুল ইসলাম জানান ছোটবেলা থেকেই সাধারণ মানুষের সমস্যা দেখে আসছিলাম তবে যখন সেই সাধারণ মানুষই জনপ্রতিনিধি করেছেন আমাকে তাই তাদের কষ্ট নিবারনের জন্য এই ব্রিজের কাজ শুরু করেছি। পঞ্চায়েতের সমস্ত সদস্যরা এই ব্রিজ করতে সাহায্য করেছেন বলেও তিনি জানান। বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষে জন্য উন্নয়ন করে চলেছে তারি অংশ হিসেবে এই ব্রিজের কাজ শুরু হলো। এই মাধ্যমে কয়েকটা গ্রামের মানুষ উপকৃত হবে। ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা। উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলী,ব্লক তৃণমূলের সহ সভাপতি নিজামউদ্দিন মন্ডল, পঞ্চায়েত সদস্য রাজদুল ইসলাম, রফিকুল ইসলাম বাবু সহ একাধিক সদস্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct