আপনজন ডেস্ক: ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার ভোটপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১০ মে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কর্নাটকে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কর্নাটক বিধানসভার ২২৪টি আসনের জন্য মোট ৫৮,২৮২ টি ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হবে। ৫.২ কোটি ভোটার রাজ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮০ বছরের উর্ধ্বে এমন ভোটার রয়েছেন ১২.১৫ লক্ষ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, প্রথমবারের মতো, ৮০ বছরের বেশি বয়সি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বাড়ি থেকে ভোট দিতে পারবেন। নির্বাচনে প্রথম বারের মত ভোট দেবেন ৯.১৭ লক্ষের বেশি ভোটার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct