নিজস্ব প্রতিবেদক, মন্দিরবাজার, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার লক্ষীনারায়ণপুর বি এইচ এম হাইস্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক মোকারম হোসেন পুরকাইত ইন্তেকাল করলেন সোমবার। (ইন্না লিল্লাজহ)। তিনি কিডনি রোগে বুগছিলেন। দক্ষিণ ২৪ পরগনার পঞ্চগ্রামে ১৯৬১ সালে তার জন্ম। ১৯৮৯ সালে লক্ষ্মী নারায়ণপুর বি এইচ এম হাইস্কুলে তিনি ক্রীড়া শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২১ সালের ৩১ মে তিনি অবসরগ্রহণ করেন। পারিবারিক সূত্রে তিনি লক্ষীনারায়নপুর বি এইচ এম হাই স্কুলের প্রতিষ্ঠাতা নজিবোল ইসলাম পিয়াদার বড় জামাতা ছিলেন। আদর্শ একজন ধর্মপ্রাণ, খেলাপাগোল, সাংস্কৃতিমনস্ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী দরদি মানুষ হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি বিদ্যালয় শারীর শিক্ষা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করলেও গণিত ও ভূগোল বিষয়ে সমান পারদর্শী ছিলেন। তিনি দুস্থ অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক ও টিউশন ফিস প্রদান করতেন নিয়মিতই। তিনি দীর্ঘদিন বিদ্যালয়ের পরিচালক সমিতির বলিষ্ঠ প্রতিনিধি (অবসর অবধি) বিদ্যালয়ের কর্মী সংসদ এর সম্পাদক (অবসর অবধি) ও ২০১২ সাল পর্যন্ত বিদ্যালয়ের কর্মীবৃন্দের কোঅপারেটিভ এর দায়িত্বভার যথাযথ পালন করেন।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানকে সুদীর্ঘ ৩০ বছর ধরে গৌরব উজ্জ্বল ভাবে আয়োজন ও উপস্থাপন করেন, ধারাবাহিক ভাবে নির্মাতা ও নেতৃত্ব প্রদানকারী কান্ডারী হিসেবে। তারই প্রচেষ্টায় ও তারপরতায় লক্ষীনারায়নপুর বি এইচ এম হাইস্কুলের ক্রীড়াঙ্গন এর শ্রী বৃদ্ধি ঘটে। ব্লক সাব ডিভিশন জেলাস স্তরে খোখো ও কাবাডিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলা তথা চ্যাম্পিয়ন করার সফল কারিগর ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে তাঁর অত্মীয় পরিজনের পাশাপাশি বিদ্যালয় ও নিজ বাড়ির এলাকায় শোকে ছায়া নেমে আসে। যদিও বেশকিছুদিন তিনি কিডনি ও সুগার এর সমস্যায় ভুগলেছিলেন তাও মহান রব্বুল আলামীন এর কবুল এর ফলে তিনি সপরিবারে গত হজ্ব এ হজ্জ করেন। মহান রব্বুল আলামীন আল্লাহ পাক তাঁকে জন্নাত এর সুউচ্চ মোকাম দান করেন এ-ই দোয়া/প্রার্থনা করি ও দোয়ার আবেদন রইলো সবার কাছে। রেখে গেলেন স্ত্রী দুই কন্যা ও দুই পুত্রকে। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে ধৈর্য ও সবর দান করুন। তার জানাজা অর্থাৎ শেষকৃত্য সম্পন্ন হয় আর নিজ জন্মস্থান দক্ষিণ ২৪ পরগনা পঞ্চগ্রাম এ। লক্ষ্য করা যায় উপচে পড়া মানুষের ঢল যেখানে উপস্থিত ছিল আত্মীয় পরিজন ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের মানুষজন ও যেই স্কুলে তিনি শিক্ষকতা করতেন সেই স্কুল এলাকার অগণিত মানুষের ভিড়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct