অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিপর্যয় মোকাবেলা সম্পর্কিত একটি বিশেষ মকড্রিল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মূলত জলে ডুবে গেলে কিভাবে উদ্ধার কার্য করতে হবে সেই বিষয়ে এই মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়। বালুরঘাটে আত্রেয়ী নদী সংলগ্ন কল্যাণী ঘাটে এই মহড়া অনুশীলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিণ কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ নাসিম, বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও এই মকড্রিল দেখতে উপস্থিত ছিল। মকড্রিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সিভিল ডিফেন্স কর্মী রয়েছেন। এখন থেকে জেলায় জলে ডোবার মত কোন ঘটনা ঘটলে এই দল উদ্ধারকার্যে হাত লাগাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১২ জনকে নিয়েই এই বিপর্যয় মোকাবিলা দল তৈরি করা হয়েছে গত ডিসেম্বর মাসে। সম্প্রতি তারা ৬ সপ্তাহের একটি ট্রেনিংও সম্পন্ন করেছে। এদিন তাদের সেই দক্ষতা যাচাই করতেই এই মহড়া অনুশীলনের আয়োজন করা হয়।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিণ কৃষ্ণা জানান, ‘আপনারা জানেন জলে ডুবে গেলে উদ্ধার কার্যে হাত লাগানোর মত সেই রকম কোন প্রশিক্ষণপ্রাপ্ত টিম ছিলনা আমাদের জেলায়। সেক্ষেত্রে স্পেশাল টিমকে রায়গঞ্জ থেকে নিয়ে আসতে হতো। তাই জেলায় পুলিশ এবং সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে ১২ জনের একটি দল তৈরি করা হয়েছে। এরা এই বিষয়ে ট্রেনিং নিয়েছে। কোথাও যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তৎক্ষণার তারা সেখানে উদ্ধারকার্যে হাত লাগাবে। আমাদের একটি কন্ট্রোল রুম থাকবে। পুলিশ ও সিভিল ডিফেন্সে তরফে যৌথভাবে তা অপারেট করা হবে।’ এ বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল কিভাবে একটি বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম টিম তৈরি করা যায়। এই দলের প্রত্যেকটি সদস্য ভালোভাবে ট্রেনিং সম্পন্ন করেছে। এখন থেকে এরাই দুর্যোগ মোকাবিলায় উদ্ধার কার্যে হাত লাগাবেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct