মারুফা খাতুন, কলকাতা, আপনজন: আগামী ১৩ ই সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে আইএসএল ২০২৪-২৫ এর সিজন। আগের সিজনের ফাইনাল কে কেন্দ্র করে শিল্ড বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট এবং কাপ বিজয়ী মুম্বাই সিটি এফসির মধ্যে যে একপ্রকার উত্তেজনা মূলক ম্যাচ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই সিজনে অলভার ৮৪ টি ম্যাচের ফিক্সচার ঘোষণা করা হয়েছে। প্রথমে শুরু হবে চেন্নাইইন এফসি ভার্সেস ওড়িশা এফসি, একে একে বেঙ্গালুরু এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফ সি ও কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস পাঞ্জাব এফসি। উনিশে সেপ্টেম্বর রয়েছে হায়দ্রাবাদ এফসি ভার্সেস বেঙ্গালুরু এফসি। তবে হায়দ্রাবাদ এফসি, এআইএফএফ লাইসেন্সিং সাফ করার জন্য পুরোপুরি ভাবে কিন্তু ব্যাঙ্গালুরুর উপরে নির্ভরশীল। এইবারে ১৩ টি আইএসএল দলের সাথে নতুন সংযোজন আই-লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু ১৬ সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই নতুন দলের অভিযান শুরু হবে তাও আবার ইউনাইটেড এফসির বিরুদ্ধে। ফুটবলপ্রেমীরা কিন্তু সাক্ষী হতে চলেছে। কলকাতারই তিনটি দলের মহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তাই বলার অপেক্ষা রাখে না যে কতটা টানটান হতে চলেছে আইএসএল এর এই সিজন। কলকাতারই এই তিন দলের ডার্বি ম্যাচ রয়েছে আগামী ৫-ই অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস মহামেডান এফসি এবং ১৯-শে অক্টোবর ইস্টবেঙ্গল এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ভুলে গেলে চলবে না যে ২০২৩-২৪ সিজনে ৪৮ পয়েন্ট পেয়ে আইএসএল শিল্ড বিজয়ী কিন্তু মোহনবাগান। সবথেকে গুরুত্বপূর্ণ নকআউট রাউন্ডের কথা না বললেই নয়, বিশ্বের অন্য কোন ফুটবল লীগের সাথে এই ঘটনার খুব কমই মিল রয়েছে। কারণ, লিগ পর্বে দ্বিতীয় স্থানাধিকার মুম্বাই সিটি আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস-কে পরাজিত করেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct