আপনজন ডেস্ক: শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৬জনের পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই। সেদিন টেকনিক্যাল কারণে জুনিয়র ডাক্তার খুন ও ধর্ষণের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়নি। তার সেই পলিগ্রাফ টেস্ট হল রবিবার। বর্তমানে প্রেসিডেন্সির জেলের যে সেলে সঞ্জয় রয়েছেন, সেখানেই তার পলিগ্রাফ পরীক্ষার ব্যবস্থা করে সিবিআই । সে জন্য সকাল সকালই প্রেসিডেন্সি জেলে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা ৷ আইনি প্রক্রিয়া মিটিয়ে তারা ঢুকে যান সংশোধনাগরের ভিতরে । প্রায় বিকেলের পর পরীক্ষার শেষে সংশোধনাগার থেকে বেরোন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ জিজ্ঞাসাবাদে তিনি কোনও মিথ্যে কথা বলেছেন কি না, তা জানা যাবে এই পরীক্ষায় ৷ এছাড়াও সঞ্জয়ের সঙ্গে ঘটনা দিন আর কারা কারা ছিলেন, সেই তথ্যও জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করছেন তদন্তকারীরা। এই পরীক্ষাকে ঘিরে প্রেসিডেন্সি জেলে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct