আপনজন ডেস্ক: সর্বশেষ ২০১৫ সালে কেরলে অনুষ্ঠিত হয়েছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। প্রায় আট বছর পর আবারও ভারতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী জুনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সাফের সভা শেষে মঙ্গলবার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, মার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তাবনায় সভায় ভারতের নাম গৃহীত হয়েছে। মার্কেটিং কোম্পানির শর্ত মেনেই এই বছর সাফ ভারতে অনুষ্ঠিত হবে। আসছে সাফে মার্কেটিং ও কমার্শিয়াল পার্টনার হিসেবে দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস পার্টনার্স ইন্টারন্যাশনাল। অবশ্য ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি বলেই জানালেন আনোয়ারুল হক, ‘যদি সাতটি দেশ নিয়ে সাফের আয়োজন হয়, তাহলে আগামী ২০ জুন শুরু হবে সাফ। আর ছয়টি দেশ হলে ২১ জুন টুর্নামেন্ট শুরু করতে চাই। আগামী ১০ মার্চের মধ্যে ভারত সম্ভাব্য ভেন্যুর নাম জানাবে। বিভিন্ন দেশ থেকে দূরত্ব, আবহাওয়া সবকিছু বিবেচনা করেই এই ভেন্যু ঠিক করবে তারা। কোথায় দর্শক বেশি হতে পারে, সেটাও বিবেচনা করা হবে ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে।’সাফের স্বাগতিক হতে একমাত্র নেপালই আবেদন করেছিল। তবে এখন মার্কেটিং প্রতিষ্ঠানের শর্তের কারণে নেপাল থেকে সরে যাচ্ছে সাফ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct