নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: দিদির দূত ঘুরছেন। অনেক উন্নয়ন হয়েছে। মানুষের ক্ষোভ শোনার জন্যই আমাদের দূত যাচ্ছে। এত কাজ হয়েছে। সাধারণ মানুষ যদি কোথায় বিক্ষোভ দেখায় সেটা সামান্য। বিক্ষোভ দেখানো একটা রাজনীতিক ভাষা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি আরো বলেন, কোথায় রাস্তা খারাপ আছে, মানুষ নিশ্চই বলবেন। রাজনৈতিকভাবে পোষ্টার লাগানো হচ্ছে। বহু জায়গায় দিদির দূতরা যাচ্ছেন। ২০ টা রাস্তা ভালো হওয়ার পর যদি একটা রাস্তা খারাপ হয়, তাহলে সেই বিক্ষোভকে ইতিবাচক দেখছে দল।তাপস মণ্ডলের বিষয়টি সম্পূর্ন তদন্তের বিষয় বলে মন্তব্য কুনালের। তিনি বলেন,বিজেপির জামানায় আমরা দেখেছি যত জি আছেন তারা এসেছেন।তার পরেও ঘোড়ার ডিম হয়েছে। সারা দেশে দুয়ারে সরকার ১ নম্বরে। তৃণমূলের কপি করছেন বিজেপি। ত্রিপুরায় সন্ত্রাস করে বিজেপি জিতেছিল। আমাদের ৩০ % ভোট পেয়েছিলাম। দাবি তার। যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের আন্দোলন করার অধিকার আছে। সত্যি যদি কেউ বঞ্চিত থাকে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। তৃণমূলের বিরোধিতা করার জন্য যারা ধর্মতলাকে অচল রাখলেন। তাদের কে পুলিশ বার বার বলেছিল। পুলিশ যদি নীরব থাকতো তাহলে মানুষের দুর্ভোগ আরোও বাড়ত।এটা নিয়ে সস্তা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এগুলি রাজনীতিক ভাষা। ফুরফুরা শরীফ আমাদের জন্য শ্রদ্ধার জায়গায়। কিন্তু ধর্মগুরু রা রাজনীতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আচরণ করলে সেটা কাম্য নয়। আমি ধর্মগুরু দের প্রশ্ন করব যখন রাস্তা বন্ধ করে মানুষ কে হয়রানি শিকার করা হয়েছে তা কি ঠিক ছিল। কুনালের পাল্টা মন্তব্য, ধর্মগুরুরা রাজনীতিক নেতা হিসাবে আচরণ করবেন, সেটা আশা করি না। বিজেপি হিন্দু বুথ মুসলিম বুথ এইসব বলেছে। মুসলিমদের জেহাদি বলেছে শুভেন্দু। এখন সংখ্যালঘু দের ভোট নেওয়ার চেষ্টা করছে। এখন হিন্দু ভোট ব্যাংকে ধস নেমেছে। তাই মুসলিম ধর্ম দিকের তাকিয়েছে বিজেপি। বিজেপির মধ্যে চূড়ান্ত গোষ্ঠীবাজি চলছে। নিজেদের লড়াইয়ের জন্য রাজ্যকে অচল করছে বিজেপি। কল্যানী aims যে দুর্নীতি ধরা পড়েছে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আবাস যোজনা নির্দিষ্ট সময় টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। সাড়ে চার বছরের একটা তালিকা তারা পাঠিয়ে দিয়েছে। বিজেপি পক্ষ থেকে যে তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো অভিযোগ মান্যতা পাচ্ছে না। দুই এক জায়গায় ভুল হয়েছে সেটা খুঁটিয়ে দেখা হচ্ছে। কেন্দ্র সরকার টাকা দিতে পারছে না। রাজনীতি করছে বেশি। শেষ মুহূর্তে যদি টাকা দেয় তাহলে তো সময় তো লাগবে। কুনাল বলেন, আমার একটা বক্তব্য শুভেন্দু যতদিন তৃণমূলের ছিলেন তখন তারা অধিকারী প্রাইভেট লিমিটেড করেছেন তারা তালিকা দিন। কাচের ঘরে বসে কুৎসা করছেন শুভেন্দু। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগাগোড়া এভাবে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন কুনাল ঘোষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct