নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: মঙ্গলবার শহরের তিনটি হাসপাতালে করোনা চিকিৎসা নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হলো। আজ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে ডেপুটি সুপার এসে করোনা মোকাবিলা করার জন্য অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে যে সকল পদ্ধতিগত জিনিসপত্র রয়েছে সেগুলো পরিদর্শন করেন।যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, যদি আমাদের রাজ্য সেই প্রভাব পড়ে সে ক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখেন। এম আর বাঙ্গুর হাসপাতাল ছাড়াও বিদ্যাসাগর কলেজ হাসপাতাল এবং বিজয়গড় হাসপাতালে আজ এই ধরনের মক ড্রিল করা হয়। সুপার শিশির নস্কর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, হঠাৎ যদি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদেরকে কিভাবে ভর্তি করার পর পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করা হবে তারই একটি মহড়া করা হয়। জানা গিয়েছে বর্তমানে ৫৮ টি শয্যা করোনা রোগীদের জন্য সংরক্ষিত করা হয়েছে ।এর মধ্যে ১৮ টি সিসিইউ - এর অধীনে ,বাকি ৩৯ টি পুরুষ এবং ১১টি মহিলা শয্যা রাখা হয়েছে। তবে যদি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় সে ক্ষেত্রে ৭৫০ টি পর্যন্ত শয্যা করোনা রোগীদের জন্য ,এম আর বাঙ্গুর হাসপাতালে যাতে তৈরি করা যায়, সেই পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হাসপাতালে গিয়ে করোনা রোগীদের জন্য যে শয্যাগুলি সংরক্ষিত করা হয়েছে সেখানে অক্সিজেন সরবরাহের সংযোগ সঠিকভাবে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয় মহড়াতে। একাধিক করনা রোগী হাসপাতালে পৌঁছানোর পর তাদেরকে কিভাবে বিভিন্ন বিভাগে নিয়ে যাওয়া হবে এবং কিভাবে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পর কোন রোগীকে কোন শয্যায় কিভাবে স্থানান্তরিত করা হবে তা হুবহু মহড়াতে তুলে ধরা হয় এই দিন। এ দিনের তিনটি হাসপাতালে মক ড্রিলের সময় প্রত্যেকে মুখে মাক্স পড়ে ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct