নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যে ২৩ জনের কমিটি গঠন করেছে তার প্রস্তুতি মিটিং শনিবার রাজ্য দপ্তরে শুরু হয়। যে ২৩ জন কমিটি হয় তাদের মধ্যে অনেকেই আজ অনুপস্থিত ছিলেন। আজকের বৈঠকে ছিলেন অমিতাভ চক্রবর্তী, মীনাক্ষী লেখি, দীপক বর্মন ,দেবশ্রী চৌধুরী ,ভারতী ঘোষ, প্রতাপ ব্যানার্জি ,মনোজ টিক্কা, রথীন্দ্রনাথ বোস প্রমুখ। এই বৈঠকে মূলত পঞ্চায়েত নির্বাচনকে কিভাবে ভারতীয় জনতা পার্টির বুথ পর্যন্ত মজবুত করা যায়, সেটাই লক্ষ্য ছিল। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন মানব প্রকল্প গুলির মানুষ সুবিধা পাচ্ছে কিনা সেগুলো যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় তবে কমিটিতে থাকা অনেকেই আজকের এই বৈঠকে উপস্থিত না থাকায় সে বিষয়টিও কিন্তু গুরুত্ব সহকারে দেখে নেতৃবৃন্দ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে আ বাস যোজনা দুর্নীতিকে হাতিয়ার কিভাবে করা হবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় এই বৈঠকে। সংখ্যালঘু ভোটাররা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে এটি কে মানুষের দরজায় পৌঁছে কিভাবে প্রচার করা হবে, তা নিয়েও রূপরেখা ঠিক করা হয়। বৈঠকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই অধিকার বিজেপি ফিরিয়ে দিতে চায় এই স্লোগানকে সামনে রেখে পঞ্চায়েতে গ্রামে গ্রামে মানুষের দুয়ারে গিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে দেওয়া হবে তার পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এই বৈঠকে সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন পঞ্চায়েতে বিজেপির সদস্যদের আবাস যোজনা দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct