আপনজন ডেস্ক: সম্প্রতি, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি আশ্রিত কলকাতার দমদম থেকে প্রকাশিত ‘শব্দেরা স্বাধীন সাহিত্য পত্রিকা’র দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান হলো কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। পত্রিকার সম্পাদক মনোরঞ্জন আচার্য্য। অনুষ্ঠানে বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির সদ্য প্রয়াত চেয়ারম্যান তথা প্রতিষ্ঠাতা সোমনাথ নাগের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন একাডেমির প্রধান উপদেষ্টা সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক দেবপ্রসাদ বসু এবং তরুণ লেখক হামিম হোসেন মণ্ডল (বুলবুল) প্রমুখ। সাহিত্য চর্চা প্রসঙ্গে মূল্যবান বক্তব্য রাখেন অতিথিরা। বক্তব্যে হামিম হোসেন মণ্ডল বলেন স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ ও উপযুক্ত যতিচিহ্ন ব্যবহারে সাহিত্য রচনার কথা এবং কোনো অবাঞ্ছিত চিহ্ন (সিম্বল, ইমোজি) ব্যবহার না করার পরামর্শ দেন। অনুষ্ঠানে ‘সোমনাথ নাগ স্মৃতি পুরস্কার’ এবং সম্পাদকের স্বর্গীয় পিতার নামানুসারে ‘দিবাকর আচার্য্য স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়। উপস্থিত প্রত্যেককেই উত্তরীয়, ব্যাজ পরিয়ে বরণ করে মেমেন্টো দিয়ে বিনামূল্যে পত্রিকা প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct