জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সামনেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে সবকটি রাজনৈতিক দলেরই এখন থেকেই চলছে জোর কদমে ঘর গোছানোর প্রস্তুতি। রবিবার পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার সেরেংডি অঞ্চলের শশ নেতাজী আদর্শ হাই স্কুলে প্রাঙ্গনে জাতীয় কংগ্রেসের অঞ্চল কর্মীসভা অনুষ্ঠিত হল। জানা যায়,অঞ্চল কর্মীসভার মধ্য সেরেংডি অঞ্চলের প্রতিটি বুথ সভাপতি থেকে শুরু করে কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হয় আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নিজের নিজের বুথের ভীত শক্ত করতে। এছাড়া প্রতিটি বুথে বুথে কর্মীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয় দলকে শক্তিশালী করার। এবিষয়ে জাতীয় কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন, আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে অঞ্চলে এবং বুথে বুথে যুবদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন সেরেংডি অঞ্চল জাতীয় কংগ্রেসের চিরদিনই ঘাঁটি ছিল, ভুল বুঝে কংগ্রেসস কর্মীরা বিজেপি ও তৃণমুল চলে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি ওই দুই দলের তাতে সাধারণ মানুষ সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছেন এবং তারা পুনরায় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে প্রতিটি বুথে সাংগঠনিক কাঠামো ঠিক হোক। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো ছাড়াও বাঘমুণ্ডি ব্লক কংগ্রেস সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু,অল ইন্ডিয়া কংগ্রেস ব্রিগেড এর পুরুলিয়া জেলা সভাপতি পবন মাছুয়ার, সেরেংডি অঞ্চল সভাপতি দীনেশ মাহাতো সহ অঞ্চলের কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct