আপনজন ডেস্ক: দেশের শীর্ষ নিউজ টিভি চ্যানেল নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি) এর প্রতিষ্ঠাতা ও প্রবর্তক প্রণয় রায় ও তার স্ত্রী রাধিকা রায় ২৯ নভেম্বর থেকে আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড-এর বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ, এনডিটিভির প্রোমোটার গ্রুপের আরআরপিএল হোল্ডিং-এর এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার রয়েছে, যা আদানি গোষ্ঠী দ্বারা অধিগ্রহণ করছে। আরআরপিআর হোল্ডিং-এর বোর্ডে প্রণয় রায় ও রাধিকা রায়ের জায়গায় নতুন তিনজনকে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct