আপনজন ডেস্ক: বহরমপুর -মুর্শিদাবাদে এবার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা ১ লা সেপ্টেম্বর । এবছর ১লা সেপ্টেম্বর বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা হবে মুর্শিদাবাদে, বহরমপুরের সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সংবাদিক বৈঠক করে জানালেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি দেবেন্দ্রনাথ দাস চিপ এ্যাডভাইজার অশোক দাস ও এক্সিকিউটিভ মেম্বার জগন্ময় সাহা সহ বিভিন্ন আধিকারিকেরা।
এই বছর ৭৮ তম বর্ষে পদার্পণ করলো। সমস্ত প্রতিযোগীর সমস্ত রকম জীবন সুরক্ষার ও বীমার ব্যাবস্থা থাকছে। পুরস্কার হিসেবে ঐতিহ্য ধারাবাহিক বাহিক ভাবে সিল ছাড়াও পদক ও নগদ উপহার রাখা হয়।
এই প্রতিযোগিতায় ৮১ কিলোমিটার মোট ১০ জন অংশগ্রহণ করবেন ও উনিশ কিলোমিটার প্রতিযোগিতায় ৩৮ জন অংশগ্রহণ করতে চলেছেন। বিদেশি সাঁতারু বাংলাদেশ,স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মহারাষ্ট্র , বিহার, ত্রিপুরা , দিল্লি গুজরাট, কর্ণাটক, থেকে নামি সাঁতারু রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন। আগামীকাল তার আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct