সুব্রত রায় , কলকাতা, আপনজন: সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন একাধিক জন। একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ দারুণভাবে সফল হয়েছে। চলতি সপ্তাহের শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লক এবং কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে একে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান শনি ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল তিনটা থেকে ৫ টা পর্যন্ত শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সমাবেশ হবে। যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে যাবেন তৃণমূল নেতারা। বিজেপি দেশজুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে। আগামী শুক্রবার কলকাতায় তিরঙ্গা যাত্রা কর্মসূচি রয়েছে বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই মিছিলের নেতৃত্ব দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন দেশের এই বর্তমান পরিস্থিতিতে তিনি কোন ধরনের রাজনৈতিক টিপ্পনী কাটেননি। তার দলের নেতাদেরও কোন বক্তব্য পেশ করতে দেন নি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত পাকিস্তান এই যুদ্ধময় পরিস্থিতি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে দেশপ্রেমের বার্তাকে হাতিয়ার করে গেরুয়া শিবির নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন শহীদ স্মরণে তৃণমূলের কর্মসূচির সঙ্গে রাজনীতির কোন যোগ সূত্র নেই। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্রের পাশে ছিল। দেশের পক্ষে ছিল। সেনাবাহিনীর সমর্থনে ছিল। তাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে জঙ্গি হামলায় শহীদদের শ্রদ্ধা জানাতে সপ্তাহের শেষে দুদিনের বিশেষ কর্মসূচিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct