নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কালিয়াচকে কারবালা মাঠে মঙ্গলবার সভায় দাঁড়িয়ে তৃণমূল রাজ্য সভাপতি সায়নী ঘোষ কেন্দ্রের বিজেপি-র বিভাজনের রাজনীতিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘দেশে কোনও কিছু নিয়ে আন্দোলন করলে দেশদ্রোহীর তকমা দেওয়া হয়। মানুষ বিভাজনের রাজনীতি পছন্দ করে না। আগে মানুষ, তারপর হিন্দু-মুসলমান। এই দেশ হল আমাদের প্রাণের ভারতবর্ষ। এখানে সর্ব-ধর্ম-সমন্বয়ের কথা বলা হয়, সম্প্রীতির কথা বলা হয়।’ তৃণমূল রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষের সভায় কালিয়াচকে যেন সর্বকালীন রেকর্ড ভিড় হয়। যুব থেকে তৃণমূল কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির আদলে এদিন রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে মঞ্চে পায়চারি করে বক্তব্য রাখতে দেখা যায়। একাধিক গানের কলি গেয়ে শোনান খেলা হবে, তোমার দেখা নাই বলে বিজেপিকে কটাক্ষ করেন। একই ভাবে তিনি বিজেপি তীব্র আক্রমণ করেন। এদিন বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছেন, বিজেপি-র শনির দশা কাটবে না।
ধর্মকে যেন রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েও কিছু করতে পারবে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। সংখ্যালঘুদের তোষণের কথা বলা হচ্ছে। তোষণ নয়, এটা আমাদের দায়িত্ব। আমরা সেই কর্তব্য পালন করে চলেছি।’ রাজ্যে কন্যাশ্রী থেকে বিভিন্ন প্রকল্প সরকার তথা মমতাদির তুলে ধরে প্রশংসা করেন। এদিন রাজ্য যুব সভাপতি ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা যুব সভাপতি চন্দনা সরকার, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কালিয়াচক-১ ব্লকের তৃণমূল সভাপতি সামিজুদ্দিন আহমেদ, ব্লক যুব সভাপতি সারিউল শেখ প্রমুখ। সভা পরিচালনা করেন সারিউল সেখ। এত বড় সভা সাফল্যের সাথে সম্পন্ন করে কার্যত খুশি যুব নেতৃত্ব। যুবদের পরিশ্রম ছিল লক্ষনীয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কালিয়াচক নিজেকে কীভাবে বদলেছে সেই ব্যাপারে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘কালিয়াচক এক সময় খুন-খারাপি, রক্তপাত, অশান্তি লেগেই থাকত। ২০১১ সালের পর ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। এখন কালিয়াচক এগিয়ে চলেছে। মেডিক্যালে বছরে শতাধিক সুযোগ পাচ্ছে। একদিন গোটা দেশে বিভিন্ন স্থানে উৎকর্ষতার দিশা দেখাবে কালিয়াচক। এই সরকারের কাছে এটা আমাদের প্রথম উপহার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন। এখন শিক্ষার ক্ষেত্রেও এগিয়ে চলেছে কালিয়াচক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর থেকে শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ ঘটছে ।’তবে সভা শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে সম্পন্ন জন্য সবাইকে অভিনন্দন জানান ব্লক যুব সভাপতি সারিউল সেখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct