আপনজন ডেস্ক: বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি শুক্রবার বলেছেন, ক্ষমতায় এলে সংরক্ষণের ঊর্ধ্বসীমা ৫০ শতাংশের ওপরে বাড়ানো হবে। ঝাড়খণ্ডের সিমডেগায় কংগ্রেসের সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী হিংসা কবলিত মণিপুর সফর না করা এবং কর্পোরেট সংস্থাগুলির ১৬ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি ঝাড়খণ্ডের জনগণকে ইন্ডিয়া জোটের সাতটি গ্যারান্টির তালিকা দিয়েছেন। ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চ (জেএমএম), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), সিপিআই-এম প্রভৃতি। রাহুল বলেন, সংবিধানকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে এবং এটি রক্ষা করা দরকার। আমরা যে কোনও মূল্যে সংরক্ষণের ঊর্ধ্বসীমা ৫০ শতাংশের বেশি করব। ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে তফসিলি উপজাতিদের সংরক্ষণ বর্তমানের ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ, তফসিলি জাতি সংরক্ষণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ এবং ওবিসিদের সংরক্ষণ ১৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হবে। রাহুল বলেন, এত দিন ধরে মণিপুর জ্বলছে, কিন্তু প্রধানমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি। তার নিজস্ব মতাদর্শের কারণে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই কারণেই আমরা ‘ভারত জোড়ো যাত্রা’ করেছিলাম, যেখানে স্লোগান ছিল: ‘নফরাত কি বাজার মে মুহব্বাত কি দুকান খোলেঙ্গে’।
উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন প্রথম দফায় হয় ১৩ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোট ২০ নভেম্বর। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিকদের অন্যান্য প্রতিশ্রুতিগুলি হল সাড়ে চারশো টাকায় রান্নার, গ্যাস সিলিন্ডার, প্রত্যেক মানুষের জন্য ৭ কেজি রেশন, ১৯৩২ সালের খতিয়ানের উপর ভিত্তি করে আবাসিক নীতি, সারনা ধর্ম বিধি লাগু, মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকা ভাতা, তফসিলি উপজাতিদের জন্য ২৮ শতাংশ, তফসিলি জাতির জন্য ১২ শতাংশ এবং ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ, ১০ লাখ কর্মসংস্থান, ১৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্য বীমা, প্রতিটি ব্লকে ডিগ্রি কলেজ তৈরি, ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ৩২০০ টাকা করা প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct