আপনজন ডেস্ক: অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল খেলবে কি না, তা নির্ভর করছে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর। বিশ্বকাপের খসড়া সূচি পাওয়ার পর আইসিসিকে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সেখানে তিনি বিশ্বকাপের খসড়া সূচির বিষয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে বলেন, ‘আইসিসিকে লেখা চিঠিতে বলেছি (বিশ্বকাপের সূচি নিয়ে) আমরা সম্মতি কিংবা অসম্মতি কিছুই দিতে পারছি না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত, ঠিক যেভাবে ভারতের ক্ষেত্রেও তাদের সরকার ঠিক করে দেয়। তাই আহমেদাবাদে খেলব কি না, সে প্রশ্ন আমাদের করে লাভ নেই। সময় হলে প্রথমে আমরা (পিসিবি) সিদ্ধান্ত নেব (বিশ্বকাপে খেলতে) যাচ্ছি কি না। তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাচ্ছি। এ দুটি শর্তের ওপর আমাদের বিশ্বকাপ সিদ্ধান্ত নির্ভর করছে।’এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট এর আগে জানা গিয়েছিল, ভারতে ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হবে। এর ১০ দিন পর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ রাখা হয়েছে। আহমেদাবাদের পাশাপাশি কলকাতা, চেন্নাইসহ ভারতের ৫টি ভেন্যুতে রাখা হয়েছে পাকিস্তানের ম্যাচ। সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান দল। ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করতে এবার দেরি হয়েছে। সাধারণত বিশ্বকাপের এক বছর আগেই সূচি জানিয়ে দেওয়া হয়। ২৭ জুন এবারের বিশ্বকাপের সূচি চূড়ান্ত হতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ এর আগে জানিয়েছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (৭ জুন থেকে ১১ জুন) এই সূচি পাওয়া যাবে। কিন্তু সেটি হয়নি। সূচি প্রকাশে দেরি হওয়ার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন নাজাম শেঠি। আইসিসি বিশ্বকাপের সূচির ব্যাপারে সবগুলো বোর্ড ও সম্প্রচারকদের মতামত চেয়েছিল। পিসিবি প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেওয়ায় দেরি হয়েছে বলে মনে করেন নাজাম শেঠি, ‘বিসিসিআই সূচি প্রকাশ করত, কিন্তু আমরা বলেছিলাম সরকারের অনুমোদন ছাড়া কোনো কিছু নিশ্চিত করে বলতে পারব না।’তবে পাকিস্তান সরকার ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে কবে সিদ্ধান্ত দেবে, সে বিষয়ে কিছু বলতে পারেননি পিসিবি চেয়ারম্যান শেঠি। কোনো সময়সীমার কথাও বলেননি তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct