আপনজন ডেস্ক: মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে পুনর্গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে, যেখানে দলের শীর্ষ নেতৃত্ব পাঁচটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটি কৌশল তৈরি করার বিষয়ে আলোচনা করবেন। সূত্রের খবর, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পূর্ববর্তী যাত্রার সাফল্যের পর ভারত জোড়ো যাত্রা করার বিষয়েও কমিটি আলোচনা করতে পারে। পুনর্গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে (সিডব্লিউসি) ৩৯ জন নিয়মিত সদস্য রয়েছেন, যারা শনিবার তাদের প্রথম বৈঠক করবেন এবং রবিবার সিডব্লিউসি-র বর্ধিত অধিবেশনে আলোচনা চলবে, যেখানে সমস্ত রাজ্য দলের প্রধান এবং সিএলপি নেতারা থাকবেন। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায়, যেদিন তেলেঙ্গানা জাতীয় সংহতি দিবস হিসাবে উদযাপিত হয়, সেদিন কংগ্রেস হায়দ্রাবাদের কাছে একটি “মহা সমাবেশ” করবে। ওই সভায় তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য পাঁচটি গ্যারান্টি ঘোষণা করবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকটি বিধানসভা নির্বাচনে বিআরএস সরকারকে উৎখাত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা হিসাবে অনুষ্ঠিত হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct