আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত বিমান হামলার মধ্যেই সীমান্ত প্রাচীরের কাছে শত শত ট্যাংক জড়ো করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (১৪ অক্টোবর) ট্যাংকগুলো গাজার কাছে নিয়ে আসা শুরু হয়। এরমাধ্যমে আশঙ্কা করা হচ্ছে— যে কোনো সময় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতে পারে। গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা।তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে গাজার আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন। ফলে ইসরায়েলি বাহিনী এখনো গাজায় প্রবেশ করছে না। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে। এছাড়া গাজায় হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নিয়েও কিছুটা চিন্তিত ইসরায়েল। ইসরায়েলি বাহিনী যখন গাজায় প্রবেশ করবে তখন এসব সুড়ঙ্গের ভেতর থেকে তাদের উপর অতর্কিত হামলা চালানো হতে পারে। এছাড়া ইসরায়েলের ভয়, হামাস যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct