সন্ন্যাসী কাউরী, কোলাঘাট, আপনজন: সরকার নির্ধারিত নূন্যতম মজুরি কার্যকর করা, পি এফ ও ই এস আই চালু এবং হোসিয়ারী শ্রমিকদের রাজ্য সরকার ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে অবিলম্বে বকেয়া চার বছরের মজুরী বৃৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে সম্মেলন করল ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন পূর্ব মেদিনীপুর জেলা শাখা। রবিবার কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে প্রয়াত শ্যামল মন্ডল মঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মধুসূদন বেরা। উপস্থিত ছিলেন এআইইউটিইউসির রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, সদস্য সমরেন্দ্র নাথ মাজী, নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct