এম মেহেদী সানি, দেগঙ্গা, আপনজন: রোজাদারদের জন্য তৃণমূল কংগ্রেস একদিকে যেমন ইফতার মজলিশের আয়োজন করেছিল অন্যদিকে সেই ইফতার মজলিশ থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে পুনরায় বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ৷ এদিন ওই ইফতার মজলিশে ইফতারের প্রাক মুহূর্তে রোজাদারদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ৷ উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার সোহাই বাজারে কুমারপুর পরশমনি শিক্ষা বিতান প্রাঙ্গণে সোহাই শ্বেতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা মফিদুল হক সাহাজি (মিন্টু) ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওজিদুল হক সাহাজির (রিঙ্কু) তত্ত্বাবধানে অনুষ্ঠিত দাওয়াত-এ-ইফতার মজলিশ ও আলোচনা সভায় এমনটাই চিত্র দেখা যায় ৷ ইফতার মজলিশ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার সময় ডা: কাকলি ঘোষ দস্তিদার সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, আপনারা সকলে দোয়া করুন আমরা যেন সবাই ভালো থাকি ৷ ভাই ভাই যেন সকলে মিলে একত্রিত থাকতে পারি ৷ বর্তমানে দেশে যেভাবে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটছে তা ইঙ্গিত করেই কাকলি বলেন, যেরকম আমরা দেখতে পাচ্ছি, সেই রকম ঘটনা কিন্তু আমরা দেখতে চাই না ৷ সকলে দোয়া করুন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ৷’ মফিদুল হক সাহাজি ওজিদুল হক সাহাজিদের কথায়, ইফতার মজলিশের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়েছি, ইফতার মজলিশ একদিকে যেমন সম্প্রীতির বার্তা দেয় তেমনি আমাদেরকে একতাবদ্ধ করে ৷ পাশাপাশি এ দিন স্বৈরাচারী, বাংলা বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী নেত্রী বারাসাত লোকসভা কেন্দ্রে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার চতুর্থ বারের জন্য যাতে নির্বিঘ্নে নির্বাচিত হতে পারে সেজন্য ইফতার মজলিশের মাধ্যমে দোয়া করা হয়েছে ৷ আমদের আশা গতবারের থেকে এবার অনেক বেশি ভোটে আমাদের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার জয়ী হবেন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct