আপনজন ডেস্ক: রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে দীর্ঘদিন ধরে শিক্ষকদের বহু শূন্যপদ খালি রয়েছে। যদিও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে মামলা চলছে। ফলে থমকে যায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগ। এ নিয়ে রাজ্যের সংখ্যালঘু মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় মাদ্রাসাগুরিতে পঠনপাঠন শিকেয় উঠেছিল। অবশেষে সোমবার রাজ্য মন্ত্রিসভা মাদ্রাসায় ১,৭২৯টি শূন্যপদে নিয়োগের ব্যাপারে সবুজ সংকেত দিল। তবে সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলের বড় ব্যবধানে হারের পর মন্ত্রিসভার মাদ্রাসায় শিক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ব্যাপক ধস নামায় বিশাল ব্যবধানে হেরেছে তৃণমূল। তাই সংখ্যালঘু ক্ষোভ প্রশমনে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct