নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: ভাঙড় কলেজ ময়দানে মেগা সম্প্রীতি উৎসবের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, ডেঙ্গু সচেতনতায় মশারী বিতরণ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি লাইব্রেরী, দেওয়াল পত্রিকা সহ ম্যাগাজিন উদ্বোধনের মধ্য দিয়ে ভাঙড়ের বুকে মানব সেবায় অনন্য নজির সৃষ্টি করল ভাঙড় প্রেস ক্লাব। শুধু তাই নয় ভাঙড়ের বহু কৃতী সন্তান যারা ভাঙড়ের নাম দেশ ও দশের কাছে উজ্জ্বল করেছে তাদেরকে 'ভাঙড় রত্ন' পুরস্কারে ভুষিত করা হয়। রবিবার অক্টোবর ভাঙড় কলেজ ময়দানে ভাঙড় প্রেস ক্লাবের আয়োজনে মেগা সম্প্রীতি উৎসবের আয়োজন করা। উপস্থিত ছিলেন প্রাপ্তন সাংসদ তথা সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, বিধায়ক সওকাত মোল্লা, ভাঙড়ের প্রাপ্তন বিধায়ক তথা ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম,জেলা পরিষদের কৃষির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, ভাঙড় থানার আইসি রেজাউল কবীর, কলকাতার কড়েয়া থানার ওসি স্বরুপ কান্তি পাহাড়ি, ভাঙড় ১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদার, বিডিও সৌগত পাত্র, বিডিও আবু তৈয়ব, বিডিও ফারহানা খান্নম, বিসিএস অফিসার রাফিউন গাজী, কর্মাধ্যক্ষ সাজাহান মোল্লা, সমাজসেবী কাইজার আহমেদ, জাহাঙ্গীর আলম (পাপ্পু), কর্মাধ্যক্ষ কাশেফুল করুব খান, সাহিত্যিক আব্দুর রব খান ছাড়াও বিশিষ্টজনরা।
দিননাথ গোলদার, ভাঙড় কলেজের অধ্যাপক নিরুপম আচার্য্য সহ বহু বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৩শে জানুয়ারি ভাঙড় প্রেস ক্লাবের পথ চলা শুরু হয়। তদানীন্তন ভাঙড় ১ ব্লকের বিডিও সৌগত পাত্রের সহযোগিতায় ভাঙড় প্রেস ক্লাবের পথ চলা।তার পর থেকেই বহু সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে ভাঙড় প্রেস ক্লাব এগিয়ে চলেছে। বর্তমানে সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রেস ক্লাব হিসাবে অনুমোদন পেয়েছে ভাঙড় প্রেস ক্লাব।সম্প্রীতি উৎসবের পাশাপাশি আগামীদিনে বহু সামাজিক অনুষ্ঠান,কর্মসূচির মধ্য দিয়ে ভাঙড়বাসীর পাশে দাঁড়াবে ভাঙড় প্রেস ক্লাব এই অঙ্গীকার বদ্ধ হয়েছেন ক্লাব সভাপতি সামসুল হুদা, ক্লাবের পত্রিকা সম্পাদক প্রশান্ত ঘোষ, ক্লাব সম্পাদক ফিরোজ আহমেদ, সহ-সভাপতি দীন মহম্মাদ আলী, সহ-সম্পাদক সফিউদ্দিন ইসলাম, কোষাধ্যক্ষ আলমগীর মোল্লা, ক্রিড়া সম্পাদক আব্দুলাহীল ফারুক, সহ কোষাধ্যক্ষ ইয়ামুদ্দিন সাহাজী, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান কাজী এবং জাহাঙ্গীর হোসেন ,ক্লাবের লাইব্রেরীয়ান সালমা সুলতানা সহ ক্লাবের সাধারণ মেম্বাররা। ভাঙড় প্রেস ক্লাবের মেগা সম্প্রীতি উৎসবে আগত জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সাহিত্যিক, ডাক্তার বাবু থেকে বিশিষ্টজনেরা ক্লাবের সামাজিক কর্মসূচি দেখে আপ্লুত এবং শুভেচ্ছা জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct