সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এবার রেলের জায়গা দখল করে পাকা বাড়ি করতে গিয়ে বিতর্কের মুখে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।রেল দপ্তরে অভিযোগ এলাকাবাসীর।সম্প্রতি বাঁকুড়ার কেঠারডাঙ্গা, ময়রাবাঁদ এলাকায় রেলের আন্ডার পাস তৈরি সহ বিভিন্ন কারণে একাধিক বাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলা হয়েছে।দেওয়া হয়নি পুনর্বাসনও। দীর্ঘদিন দখল করে থাকা বহু গরিব মানুষ এখন গৃহীন অবস্থায়।এই আন্ডার পাস তৈরি ও জবরদখল করে থাকা বস্তি উচ্ছেদে একাধিক বার দেখা গেছে এই বিজেপি বিধায়ক কে।
তবে প্রশ্ন বিধায়ক কিভাবে রেলের জায়গার উপর পাকাপোক্ত বাড়ি তৈরি করছেন?বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকায় নিজের দোকানের চারিপাশ ফ্লেক্স দিয়ে ঢেকে পিছনে চলছে রেলের জমির পর অবৈধভাবে এই নির্মাণ।এলাকার মানুষের দাবি সম্প্রতি আমরা দেখেছি বাঁকুড়া শহরে বিভিন্ন এলাকায় রেলের জমি উচ্ছেদ।ভেঙে ফেলা হয়েছে বহু গরীব মানুষের ঘরবাড়ি,তাহলে এক্ষেত্রে বিধায়কের বাড়ি কেন ভাঙ্গা যাবে না।যদিও বিধায়কের দাবি তিনি নাকি ৪০ বছর ধরে এই জায়গার উপর দোকান করে বসবাস করছেন।বাড়িতে নষ্ট হয়ে গেছে তাই ভালো ভাবে পাকাপোক্ত করে করা হচ্ছে।তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল তৃণমূল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct